টাঙ্গাইলে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী উদযাপিত
টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৮তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটিকে ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সন্তোষের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।
এ উপলক্ষে আজ বুধবার দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মওলানা ভাসানীর মাজারের সামনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, মওলানা ভাসানীর পরিবার, ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবং কবর জিয়ারতে অংশ নেয়। মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়।
এ ছাড়া বিকেলে এ মহান নেতার জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া মাহফিল, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।