হবিগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে একজন নিহত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মতিউর রহমান (৩২)।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া ও বিএনপির নেতা মুছা মিয়ার সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ মিয়া ও সাবেক ইউপি সদস্য আরজু মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে আজ দুপুরে দুপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল ওয়াহাবের ছেলে মতিউর রহমান মারা যান। তিনি বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ মিয়ার পক্ষের লোক।
মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। সংঘর্ষকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি মোবারক।