নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নেত্রকোনার দুর্গাপুরে শিল্পী আক্তারকে হত্যার দায়ে তাঁর স্বামী আব্দুস সালামকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এ রায় দেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সাইফুল আলম প্রদীপ জানান, দুবরাজপুর গ্রামের শিল্পী আক্তারের সাথে স্বামী সালামের ঝগড়া- বিবাদ লেগেই থাকত। ২০০৭ সালের ১২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে পিঠা বানানো নিয়ে ঝগড়ার একপর্যায়ে সালাম স্ত্রী শিল্পীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান শিল্পী।
সেই দিনই শিল্পীর বড় ভাই শহর আলী বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। দুই মাস পর ১২ ডিসেম্বর ২০০৭ সালে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এ রায় দিলেন আদালত। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. রেজাউল করিম।