টানা অনশনে অসুস্থ লতিফ সিদ্দিকী হাসপাতালে
টানা তিন দিনের অনশনে অসুস্থ হয়ে পড়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকালে লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গতকাল মঙ্গলবার থেকেই তাঁর শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকে। তবে গতকাল জন্মদিনের দিনও অনশন অব্যাহত রাখেন লতিফ সিদ্দিকী।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা জানান, হাসপাতালের চার সদস্যের একটি দল মঙ্গলবার বিকেলের দিকে আবদুল লতিফ সিদ্দিকীকে দেখতে যায়। অনশনের কারণে তিনি ওষুধও খাচ্ছেন না। এতে তাঁর শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে।
স্বতন্ত্র এই প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদসহ তিনটি দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে গত ১৬ ডিসেম্বর থেকে অনশন শুরু করেন।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণায় গত ১৬ ডিসেম্বর হামলা করা হয়। ওই সময় তাঁর ব্যক্তিগত গাড়িসহ তিনটি গাড়ি ভাংচুর করা হয়। এর প্রতিবাদে ওই দিন থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন লতিফ সিদ্দিকী।
এদিকে, লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল সন্ধ্যায় চারজনকে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন এ তথ্য জানান।