রোববার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধের ডাক
খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধ আবদুল মতিনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল রোববার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল স্বাক্ষরিত আজ শনিবার এক ইমেইল বার্তায় এ অবরোধের কথা জানানো হয়।
বার্তায় আরো বলা হয়, এ ঘটনায় প্রশাসনকে আসামি গ্রেপ্তারের জন্য ৯৬ ঘণ্টা সময় দেওয়া হলেও এজাহারভুক্ত কোনো আসামিকেই গ্রেপ্তার করা হয়নি। তাই এ অবরোধের ডাক দেওয়া হয়েছে।
অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলেও বার্তায় জানানো হয়।
গত ৩ সেপ্টেম্বর মানিকছড়ি উপজেলার মলঙ্গিপাড়ায় গভীর রাতে আবদুল মতিনকে (৬০) দুর্বৃত্তরা নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। ভূমি বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। পাহাড়ের বাঙালি নেতারা অভিযোগ করেছেন, এ সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুর্বৃত্তরা জড়িত।