নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমিরসহ ১৫ জন গ্রেপ্তার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলীসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে শায়েস্তাগঞ্জে একটি মেসে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ সময় ওই স্থান থেকে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, ককটেল, ককটেল তৈরির উপকরণ, লিফলেট ও বেশ কিছু জিহাদি বই উদ্ধারের দাবি করে পুলিশ।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুদীপ রায় জানান, গতকাল রাতে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহীদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল শায়েস্তাগঞ্জ মনিকা সিনেমা হলের কাছে তোফাজ্জল ভিলা নামে একটি ভবনে অভিযান চালায়। অভিযানকালে ওই বাসার একটি ফ্ল্যাট থেকে নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী, শায়েস্তাগঞ্জ থানা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন খান, লাখাইল উপজেলা শিবিরের সাবেক সভাপতি রুহুল আমিন, শায়েস্তাগঞ্জ থানা ছাত্রশিবিরের সেক্রেটারি হোসাইন আহমদ, শিবিরকর্মী নিজাম উদ্দিনসহ ১৫ জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন ওই ভবনে একটি ফ্ল্যাটে মেস করে থাকতেন।
এ সময় পুলিশ মেস থেকে একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন, পাঁচটি ককটেল, ককটেল তৈরির উপকরণ, লিফলেট ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করে বলেও জানান এসআই সুদীপ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটক করতে পুলিশের কয়েকটি দলের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তার ব্যক্তিদের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনায় মামলা দেওয়া হয়েছে।