গাজীপুরে গৃহবধূ নির্যাতনের ঘটনায় একজন আটক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ছোট লতিফপুর এলাকায় এক গৃহবধূকে প্রকাশ্যে নির্যাতন করার ঘটনায় হোসেন খাঁ নামের একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে হোসেন খাঁকে আটক করে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়। ঘটনার পর থেকেই মাতব্বর জালাল উদ্দিন ও হোসেন খাঁ পলাতক ছিল। হোসেন খাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জালাল উদ্দিন এখনো পলাতক।
গত সোমবার খাওয়ার সময় জোসনা আক্তার নামের ওই নারীকে স্থানীয় প্রভাবশালী মাতব্বর মো. জালাল উদ্দিন আহমদ ও হোসেন খাঁ টেনেহিঁচড়ে বাড়ির বাইরে এনে মধ্যযুগীয় কায়দায় বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
পরে আহত জোসনাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।