পিরোজপুরে নদীতে কাজ করতে গিয়ে শ্রমিক নিখোঁজ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বেড়িবাঁধের ব্লক ফেলার সময় নদীতে পড়ে গিয়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নদমূলা গ্রামের কঁচা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকের নাম চপল হালদার (২৩)। তিনি ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের সন্তোষ হালদারের ছেলে।
নিখোঁজ চপলকে উদ্ধার করতে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপকূলীয় বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের আওতায় নদমূলা গ্রামে নির্মাণাধীন বেড়িবাঁধে ফকলেটে করে কংক্রিটের ব্লক পরিবহনের কাজ করতেন চপল। আজ বেলা ১১টার দিকে ব্লক নেওয়ার সময় অসতর্কতায় ফকলেটসহ তিনি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘আমাদের নদমূলা ইউনিয়নের চায়না প্রজেক্টে যে ঘটনা ঘটেছে তা অনেক দুঃখজনক। আমাদের এলাকারই এক যুবক চপল আজ সকালে নদীতে ব্লক ফেলার পর ফিরে আসার সময় গাড়ি নিয়ে নদীর মধ্যে পড়ে যায়। তাঁর সন্ধান এখনো আমরা পাইনি। আমরা চেষ্টা চালাচ্ছি। তারপরও আমরা বরিশাল ইউনিটকে ডুবুরির জন্য খবর দিয়েছি। তারা শিগগিরই আসবে। ডুবুরিরা এলে আশা করি চপলকে উদ্ধার করা সম্ভব হবে। তাঁর পরিবারের সদস্যরাও আছেন। আমরা আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে তাঁকে উদ্ধার করা যাবে।’
স্থানীয় শ্রমিকদের অভিযোগ, প্রকল্প এলাকায় তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। এর ফলেই এ দুর্ঘটনা ঘটেছে।