কুমিল্লায় প্রতিবন্ধী যুবক নিখোঁজ
সোহাগ মিয়া (২৪) নামের এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি মানসিক প্রতিবন্ধী। তিনি কুমিল্লার তিতাস উপজেলার উলুকান্দি গ্রামের বাসিন্দা। গত ২৩ জানুয়ারি বেলা ১১টার পর থেকে সোহাগ নিখোঁজ।
এ বিষয়ে তিতাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোহাগের নানা মোশারফ হোসেন। তিনি একই উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। জিডিতে তিনি জানান, গত ২৩ জানুয়ারি নিজের বাড়ি থেকে বের হন সোহাগ। তাঁর (মোশারফ হোসেন) বাড়িতে যাওয়ার কথা ছিল সোহাগের। কিন্তু সোহাগ ওই বাড়িতে যায়নি। এরপর বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মোশারফ জানান, সোহাগের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং কালো, মুখমণ্ডল গোলাকার, স্বাস্থ্য ভালো, মাথার চুল ছোট। সোহাগের পরনে ছিল ট্রাউজার ও সাদা শার্ট। তিনি কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলেন।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাঁর খোঁজ পান, তাহলে এই নম্বরে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে : 01875132914 ও 01913987176 (মোশাররফ হোসেন)।