নেত্রকোনায় নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা
সাম্প্রতিক সময়ে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন সামাজিক সুরক্ষা আন্দোলনের আয়োজনে আজ শনিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে ওই সভা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক আলী আসকার খান পাঠান সেন্টু। জেলার নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনায় অংশ নেন জেলায় অবস্থানরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধী সমাজ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ম কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেসক্লাবের তথ্য-প্রযুক্তিবিষয়ক সম্পাদক ভজন দাস, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট দিলুয়ারা খাতুন, নারীনেত্রী অ্যাডভোকেট পূরবী কুণ্ড, উদীচীর কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান প্রমুখ।