খুলনায় সাংবাদিক নেতা বেলালের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
বোমা বিস্ফোরণে নিহত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার খুলনা প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে নিহত সাংবাদিক নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেসক্লাব প্রাঙ্গণে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি এস এম হাবীব, সাধারণ সম্পাদক মো. সাহেব আলীসহ সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এস এস হাবীবের সভাপতিত্বে নিহত সাংবাদিক নেতা শেখ বেলাল উদ্দিন স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ব্ক্তব্য দেন এস এম সাহেব আলী, মরহুমের ছোট ভাই শেখ সামছুজ্জামান দোহা, মুহাম্মদ আবু তৈয়ব, হাসান আহমেদ মোল্লা, আনিসুজ্জামান প্রমুখ।
২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাতে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন সাংবাদিক শেখ বেলালউদ্দিন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ওই ঘটনায় করা হত্যা মামলায় বিচারকার্য শেষে দুই চরমপন্থীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।