খাগড়াছড়িতে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু
খাগড়াছড়ি স্টেডিয়ামে বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ টুর্নামেন্টে জেলার আটটি উপজেলার আটটি বালক দল ও আটটি বালিকা দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিনের খেলায় বালিকা দলে মহালছড়ি থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়ি সদর মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং বালক দলে মহালছড়ি সিঙ্গিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় স্বর্নিভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক মংক্যাচিং চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা মামুন কবির, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, সদস্য নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।