হবিগঞ্জে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানববন্ধন
হবিগঞ্জের বানিয়াচংয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন। আজ বুধবার দুপুরে বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গণ থেকে থানা এলাকা পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জানানো হয়, গত রোববার সকালে ডাক্তার ইলিয়াছ একাডেমির ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে উত্ত্যক্ত করে বানিয়াচং সদরের প্রথমরেখ এলাকার মামুন মিয়া। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর মোছাব্বির থানায় লিখিত অভিযোগ করলে তাঁর বাড়িতে গিয়ে হামলা চালায় মামুন ও তার স্বজনরা। হামলায় প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন। এ ঘটনায় বানিয়াচংয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রছাত্রীসহ অভিভাবকরা।
বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা সোমবার থেকে উপজেলার বিদ্যালয়গুলোতে ক্লাস বর্জন শুরু করে। আজ বুধবার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা আগামী রোববারের মধ্যে বখাটে মামুনসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।