কুষ্টিয়ায় ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
কুষ্টিয়ায় ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের সভাপতি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ৪১ শিক্ষার্থীর হাতে বৃত্তির দুই হাজার করে টাকা তুলে দেন।
এ সময় বক্তব্য দেন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক, সহসভাপতি আশরাফ উদ্দিন নজু, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান, সাধারণ সম্পাদক আল মামুন সাগর, কোষাধ্যক্ষ আবু মনি জুবায়েদ রিপন প্রমুখ।
এর আগে সরকারি খাসজমিতে কুষ্টিয়া ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নিজস্ব ভবনের কাজ উদ্বোধন ও কুষ্টিয়া প্রেসক্লাব ভবন নির্মাণের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।