বইমেলার প্রহর বাড়ল
প্রকাশক ও বিক্রেতাদের দাবিতে অমর একুশে গ্রন্থমেলার শুরু ও শেষ হওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মেলার ২৬তম দিনসহ তার পরের আরো দুদিনের জন্য এই সময় বাড়ানো হয়েছে।
আজ বুধবার বাংলা একাডেমি থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এই তথ্য জানানো হয়। এ ছাড়া মেলার তথ্যকেন্দ্র থেকেও এই তথ্য ঘোষণা দেওয়া হয়।
তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বৃহস্পতিবার গ্রন্থমেলা বিকেল ৩টার পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু হবে এবং রাত সাড়ে ৮টার পরিবর্তে রাত ৯টায় শেষ হবে। এ ছাড়া ২৭ ও ২৮ ফেব্রুয়ারি শুক্র-শনিবার গ্রন্থমেলা সকাল ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।