মঠবাড়িয়ায় নির্বাচন স্থগিত, পুলিশ সুপার ও ওসি প্রত্যাহার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় আগামী ৩১ মার্চের উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ স্থগিতাদেশ দেওয়া হয়।
এ ছাড়া নির্বাচন কমিশনের সহকারী সচিব নূর নাহার ইসলাম স্বাক্ষরিত আলাদা দুটি আদেশে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ সালাম কবির এবং মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলামকে আজ (২৮ মার্চ) থেকে দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়েছে।
অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মঠবাড়িয়া উপজেলায় সহিংসতার ঘটনা ঘটে। কিন্তু পিরোজপুরের পুলিশ সুপার সালাম কবির ও মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। তাই তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসাইন মোশাররফ সাকু ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদের সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ গত সোমবার নির্বাচনী সহিংসতায় হলতা গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনি তালুকদার নিহত হয়।
মনোনয়নপত্র জমার পর থেকেই দুইপক্ষের সহিংসতার ঘটনায় মঠবাড়িয়া থানায় হত্যাসহ মোট পাঁচটি মামলা করা হয়েছে। এছাড়া এ সংঘর্ষে আহত হয় শতাধিক নেতাকর্মী।
অন্যদিকে পক্ষপাতিত্বের অভিযোগও ছিল পুলিশ সুপার ও ওসির বিরুদ্ধে।