টাঙ্গাইলে যুবক নিহত, বাবা-মা নিখোঁজ
টাঙ্গাইল সদর উপজেলায় নিজ বাড়ি থেকে ইকবাল হোসেন (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবুহুলী গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত ইকবালের বাবার নাম শামছুল হক।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবু বকর সিদ্দিকী জানান, ইকবাল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মাঝেমধ্যেই তিনি তাঁর বাবা-মাকে মারধর করতেন। আজ ভোরে ইকবালদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনতে পেয়ে খোঁজ নিতে যান এলাকাবাসী। বাড়িতে গেলে তারা ইকবালকে মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। সে সময় ইকবালের বাবা-মা কাউকে বাড়িতে খুঁজে পাওয়া যায়নি।
পরে সকালে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইকবালের লাশ উদ্ধার করে। তাঁর বাবা-মাকে না পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের ছোট ভাই জহুরুলকে থানায় নিয়ে যায়।
টাঙ্গাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র দে বলেন, নিহতের বাড়িতে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার পর থেকে তাঁর বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ইকবালকে মাথায় আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।