টাঙ্গাইলে ভুয়া চিকিৎসকের ছয় মাস কারাদণ্ড
টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ মোড়ের ‘টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল’ থেকে অধ্যাপক ডা. এফ এম শাহ সেকেন্দার নামের এক ভুয়া চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তার প্রকৃত নাম মো. শাহ সেকেন্দার। তিনি ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকার বাসিন্দা।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে স্বেচ্ছায় দোষ স্বীকার করায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, ডিবির উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমানসহ গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ‘টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল’ থেকে ভুয়া চিকিৎসক অধ্যাপক ডা. এফএম শাহ সেকেন্দারকে গ্রেপ্তার করে।
ওই ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রোকনুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।