১০১ বোতল ফেনসিডিলসহ এক কারারক্ষীসহ চারজন গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় এক কারারক্ষীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ১০১ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার চারজনের মধ্যে কুষ্টিয়া জেলার পেয়ারাতলা গ্রামের রাজু কারারক্ষী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে কর্মরত আছেন বলেও জানান। এ অবস্থায় তাঁর প্রকৃত কর্মস্থল কোথায় তা সনাক্ত করার চেষ্টা চলছে।
গ্রেপ্তার হওয়া অপর আসামিরা হলেন কুষ্টিয়ার ভেড়ামাড়া উপজেলার সাহাবুল ইসলাম, দৌলতপুর উপজেলার দারেরপাড়া পাকুরিয়া গ্রামের আনোয়ার পারভেজ ও ফরহাদ পারভেজ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আমীরুল ইসলাম জানান, রাতে উত্তরবঙ্গ থেকে প্রাইভেটকারে করে মাদক নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওই চারজন। প্রাইভেটকারটি বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদেরকে টাঙ্গাইল বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করলে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।