যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
ফেনীতে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার সকালে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। একইসঙ্গে আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মোর্তুজা। তিনি সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের আবদুল মুনাফের ছেলে। ২০১৬ সালে মোর্তুজার বিরুদ্ধে স্ত্রী রেহানা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ আনা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটার (পিপি) হাফেজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ২০১৬ সালের জানুয়ারি মাসে যৌতুকের দাবিতে স্ত্রী রেহানা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে মো. মোর্তুজা। ঘটনার চার মাস পর নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বিচারকালে ১০ জন স্বাক্ষী আদালতে সাক্ষ্য দেন।