ফণী মোকাবিলায় ফেনীর ৪৩টি আশ্রয়কেন্দ্রে প্রস্তুত
ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় ফেনীর সোনাগাজীতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার উপকূলের লোকজনকে সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে ৪৩টি আশ্রয় কেন্দ্রে।
বৃহস্পতিবার সকাল থেকে মাঠে রয়েছে ফেনী রেড ক্রিসেন্ট ও সোনাগাজী উপকূলীয় রেড ক্রিসেন্ট ইউনিটের দেড় হাজার স্বেচ্ছাসেবক।
ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান জানান, ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি প্রস্তুতি সভা করা হয়। সভায় জেলায় ৭৩টি আশ্রয় কেন্দ্রের মধ্যে সমুদ্র উপকূলীয় ৫০ হাজার মানুষকে আশ্রয় দেওয়ার জন্য ৪৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। দুর্গতদের জন্য ২০০ মেট্রিকটন চাল, দুই হাজার বস্তা শুকনা খাবার ও পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তুতি রয়েছে ৭৮টি মেডিকেল টিম। প্রতিটি টিমে চিকিৎসকসহ পাঁচজন করে সদস্য রয়েছেন। উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। ৭ নম্বর সিগন্যাল পাওয়ার পর ঘরবাড়ি থেকে মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে বলে জানানো হয়েছে।