আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জালিয়াতির মামলা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দুটি সেতু নির্মাণকাজের পে-অর্ডার জালিয়াতির অভিযোগে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মংসুই প্রু চৌধুরী অপুসহ চারজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাঙ্গামাটির দুদক কার্যালয়ের উপপরিচালক মো. সফিকুর রহমান ভুঁইয়া আজ বৃহস্পতিবার মাটিরাঙ্গা থানায় মামলা দুটি করেন। মামলার অন্য আসামিরা হলেন মাটিরাঙ্গা উপজেলার প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আলী, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক করুনা বিকাশ চাকমা ও ব্যাংক কর্মকর্তা উদয়ন কর দেওয়ান।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এনটিভিকে জানান, খুব শিগগির মামলা দুটি আদালত পাঠানো হবে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে মাটিরাঙ্গা উপজেলায় সেতু নির্মাণে ৯২ হাজার টাকার স্থলে ৯২০ টাকার পে-অর্ডার এবং অন্য আরেকটি কাজে এক লাখ ৬০ হাজার টাকার স্থলে ১৬ হাজার টাকার পে-অর্ডার দাখিল করে জালিয়াতির আশ্রয় নিয়েছেন।