জুয়ার আড্ডায় পুলিশ, ঘটনাস্থলেই প্রাণ গেল একজনের
টাঙ্গাইলের গোপালপুরে জুয়ার আড্ডায় পুলিশি অভিযান চলাকালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের ঝাওয়াইল টেকনিক্যাল কলেজ মাঠে তাসের আড্ডাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ। এ সময় সেখানে ঝাওয়াইল গ্রামের আব্দুল হাকিম (৫০) মারা যান।
স্থানীয় বাসিন্দারা বলছেন, পুলিশি অভিযানের সময় ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়ায় মৃত্যু হয়েছে আব্দুল হাকিমের। অন্যদিকে পুলিশ বলছে, দৌড়ে পালিয়ে যাওয়ার পর মারা যান হাকিম।
এলাকাবাসীর অভিযোগ, পুলিশ একটি মাইক্রোবাস নিয়ে সাদা পোশাকে সেখানে গিয়ে তাদের সবাইকে ধরে ফেলে। এ সময় আব্দুল হাকিম অসুস্থ হয়ে ঢলে পড়ে। পরে পুলিশ হাকিমকে ফেলে চারজনকে নিয়ে চলে যায়।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আব্দুল হাকিমকে মাঠে পড়ে থাকতে দেখেন। পরে কয়েকজন মিলে হাকিমকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল হাকিমের মৃত্যুর খবর এলাকায় পৌছার পর মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ইফতারের পর কয়েকশ মানুষ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করে। এ সময় এলাকাবাসী হাকিমের মৃত্যুর জন্যে পুলিশকে দোষী করে শাস্তির দাবি জানান।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, ঝাওয়াইল ইউনিয়নের ঝাওয়াইল টেকনিক্যাল কলেজ মাঠে কিছু লোক টাকার বিনিময়ে তাস খেলছে এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়, কিন্তু দুইজন দৌড়ে পালিয়ে যায়।
ওসি হাসান আল মামুন বলেন, ‘লাশের ময়নাতদন্ত শেষ হওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযানের পরে খবর পাওয়া যায়, দৌড়ে পালানো দুইজনের মধ্যে একজন মারা গেছে। আটক ব্যক্তিরা হল সুরুজ্জামান, রিপন রায়, হারাধন চন্দ্র বিশ্বাস ও গৌরাঙ্গ রায়।’