বাজারের ব্যাগে কাপড়ে মোড়া নবজাতকের লাশ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পরিত্যক্ত বাজারের ব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর সড়কের তাতিহারা এলাকা থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, উপজেলার তাতিহারা সরকারি স্কুল সংলগ্ন এলেঙ্গা-ভূঞাপুর সড়কে একটি বাজারের ব্যাগে কাপড়ে ঢাকা ওই নবজাতকের লাশ দেখতে পায় তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।