যানজটে আটকে মহাসড়কের পাশে সন্তান প্রসব
তীব্র যানজটে আটকা পড়ে মহাসড়কেই সন্তান প্রসব করেছেন এক নারী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, রিকশাশ্রমিক হাবিব হোসেন তাঁর সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে ঈদ করতে গাজীপুর থেকে কুড়িগ্রাম যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে তাঁরা যানজটে আটকা পড়েন। এ সময় তাঁর স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়।
উপায় না পেয়ে সড়কের পাশে গাছের আড়ালে অন্য যাত্রীদের সহযোগিতায় কন্যা সন্তানের জন্ম হয়। এরপর এক যাত্রী সরকারি জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। ফোন পেয়ে ভূঞাপুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্সসহ সেতু এলাকায় এসে শিশুসহ মাকে প্রাথমিক চিকিৎসাসেবা দেন। বর্তমানে মা ও শিশু শঙ্কামুক্ত আছেন। সড়কে জন্ম নেওয়ায় স্থানীয় এক সাংবাদিক শিশুটির নাম রাখেন সরণি।
মা ও শিশু সুস্থ থাকলেও ঘটনার বর্ণনা দিয়ে সাধারণ যাত্রীরা বলেন, এমন পরিস্থিতির মধ্যে যেন কাউকে পড়তে না হয়।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সাজেদা খাতুন জানান, মা ও মেয়ে খুব ভালো আছে। কোনো সমস্যা নেই তাদের।
কন্যা সন্তানের বাবা হাবিব হোসেন বলেন, জীবনে এ রকম পরিস্থিতির সৃষ্টি হবে তা ভাবতে পারিনি। কন্যা সন্তান হওয়ায় তিনি খুব খুশি বলেও জানান।