রাজবাড়ীতে কলেজছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
রাজবাড়ীতে কলেজছাত্র বিপুল হাওলাদার হত্যার বিচার দাবিতে আজ সোমবার সকালে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সকাল ১০টায় শহরের সজ্জনকান্দা গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে সমবেত হয়।
এখানে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তারা অবিলম্বে বিপুলের খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।
গত ২৩ অক্টোবর রাতে রাজবাড়ী সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র বিপুলকে শহরের সজ্জনকান্দা এলাকায় নিজ বাড়ির সামনে সন্ত্রাসীরা এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে।