টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যান চলাচল অনেকটা স্বাভাবিক
বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হওয়া যানজটে সারাদিন চরম ভোগান্তি পোহাতে হয় দূরপাল্লার যাত্রীদের। প্রায় সাত ঘণ্টা স্থবির ছিল মহাসড়কের টাঙ্গাইল অংশের বঙ্গবন্ধু সেতু থেকে জামুর্কি পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়ক। পরে বিকেল ৪টার পর থেকে থেমে থেমে যান চলাচল শুরু হয়।
যানজটে নাকাল যাত্রীরা দুপুর ১২টার দিকে মহাসড়কে টাঙ্গাইলের মহাসড়কের বিক্রমহাটি এলাকায় টাঙ্গাইলের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান টাঙ্গাইলে আসেন মহাসড়ক পরিদর্শনে। এ সময় তিনি বলেন, প্রায় আড়াই ঘণ্টা বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ এবং অতিরিক্ত যানবাহনের চাপে এ অবস্থার সৃষ্টি হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে অগ্নিসংযোগের বিষয়ে ডিআইজি বলেন, এটা একটি ফৌজদারি অপরাধ। যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত যেতে পারছিল না যানবাহন। এ কারণে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় ভোর ৭টার পর বন্ধ করে দেওয়া হয়। ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপও রয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।