খাগড়াছড়িতে অ্যাডভোকেট মমিনের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের দাবি
খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবী আবদুল মমিনের ওপর হামলাকারীকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতারা। এ সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে তিন পার্বত্য জেলায় হরতাল, অবরোধসহ কঠিন কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।
আজ সোমবার এক বিবৃতিতে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উপদেষ্টা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ-আল-মামুন ভূইয়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার এজাহারভুক্ত আসামি আইনজীবী সুপাল চাকমাকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
বিবৃতিতে বলা হয়েছে, এজলাসে বিচারকের উপস্থিতিতে প্রকাশ্যে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নজিরবিহীন। গত ৬ অক্টোবর হামলার পর হামলার শিকার আবদুল মমিন ১৫ অক্টোবর খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। কিন্তু আজ পর্যন্ত এজাহারভুক্ত আসামি সুপাল চাকমাকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি অবিলম্বে সুপাল চাকমাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে তিন পার্বত্য জেলায় হরতাল, অবরোধসহ কঠিন কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।