রামগড়ে তথ্য অধিকার আইন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইন ও নৈতিকতা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রামগড় তথ্য অফিস।
সোমবার বেলা ১১টায় রামগড় তথ্য অফিসে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তথ্য কর্মকর্তা আতাউর রহমান। অনুষ্ঠানে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন রামগড় প্রেসক্লাবের সভাপতি শ্যামল রুদ্র, সাংবাদিক আবু তাহের মুহাম্মদ, নিজাম উদ্দিন লাভলু, নিজাম উদ্দিন, করিম শাহ প্রমুখ।
অনুষ্ঠানে তথ্য অধিকার আইন-২০০৯ কী, কীভাবে তথ্য চাইতে হবে, তথ্য না পেলে করণীয়সহ এ আইন প্রয়োগ করে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা পর্যায়ে প্রতিটি দপ্তরে তথ্য কর্মকর্তা নিয়োগ, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত তথ্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।