ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত
ফেনী সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পুলিশের এই এলিট ফোর্সের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ফতেহপুর এলাকায় গতকাল শনিবার গভীর রাতে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন কুমিল্লার বাংগুড়া গ্রামের মাহবুবুল হাসান রুবেল।
আজ রোববার সকালে র্যাব-৭ এর সিপিসি-১ ফেনীর উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) জুনায়েদ আহমেদ দাবি করেন, গতকাল গভীর রাতে ফতেহপুর রেলগেট এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে মাদক বিক্রেতাদের সঙ্গে র্যাব-৭ এর গোলাগুলি হয়। এ সময় গুলিতে দুই মাদক বিক্রেতা নিহত হন।
‘এ সময় ঘটনাস্থল থেকে একটি হটপটের ভেতরে লুকিয়া রাখা অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করে র্যাব। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১৭টি গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়’, যোগ করেন র্যাব কর্মকর্তা।