আদালতে সাক্ষ্য দিচ্ছেন মাদ্রাসাছাত্রী নুসরাতের ভাইসহ তিনজন
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামিকে পূর্বনির্ধারিত তারিখ অনুসারে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে।
দুপুরের দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রসিদের আদালতে ওই আসামিদের হাজির করা হয়।
এ মামলায় আজ আদালতে তিনজনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্যদানকারীরা হলো মামলার বাদী নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান, নুসরাতের বান্ধবী নিশাত ও সহপাঠী নাসরিন সুলতানা ফুর্তি। সাক্ষ্যদান শেষে তাদের পৃথকভাবে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এর আগে গত ২০ জুন আদালতের বিচারক মামুনুর রসিদ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত পরীক্ষায় অংশ নিতে মাদ্রাসায় গেলে দুর্বৃত্তরা তাঁকে ডেকে কৌশলে মাদ্রাসার ছাদে নিয়ে যায়। পরে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই ঘটনার পাঁচ দিন পর ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নুসরাতের।
পরবর্তী সময়ে এ ঘটনায় ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান।
এ মামলায় পিবিআই ও পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার দায় স্বীকারকারী পাঁচজনসহ মোট ১২ জন স্বীকারোক্তি দেন।
পরবর্তী সময়ে গত ২৯ মে নুসরাত হত্যা মামলার তদন্তকারী কমকর্তা পিবিআই ইন্সপেক্টর শাহ আলম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে ১৬ আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। অভিযোগপত্রের ভিত্তিতে এর বাইরে থাকা পাঁচ ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।