টাঙ্গাইলে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পঞ্চাশ গ্রামে পানিতে ডুবে সহোদর দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, উপজেলার পঞ্চাশ গ্রামের সেলিম হোসেনের মেয়ে সূতি (১০) ও ছেলে শোয়েব (৮) দুপুর ১২টার দিকে বাড়ির পাশে এক দীঘির পাড়ে খেলা করছিল। একপর্যায় তারা দুজন দীঘির পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা পানিতে জাল ফেলে দুপুর আড়াইটার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে। বিকেলে স্থানীয় গোরস্থানে দুই ভাইবোনকে দাফন করা হয়।
এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।