গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ৩৫
লক্ষ্মীপুর সদর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাসের ৩৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা আটজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলো রিপন হোসেন, জাহানারা বেগম, সোলায়মান হোসেন, রাসেল, লিটন হোসেন, সিদ্দিকুর রহমান, মারুফা বেগম ও সুমি আক্তার। তাঁরাসহ আহত বাকিদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত লোকজনের সবাই পিরোজপুর, ভোলা ও বরিশালের বাসিন্দা বলে জানিয়েছেন বাসের অন্য যাত্রীরা।
আহত যাত্রী, লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের পাথরঘাট থেকে চট্টগ্রাম যাচ্ছিল আল্লাহর দান পরিবহনের একটি বাস। পথে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে কমপক্ষে ৩৫ জন আহত হন। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। চালক দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।