তথ্য অধিকার নিশ্চিত করতে খাগড়াছড়িতে মতবিনিময় সভা
‘তথ্য চাইলে জনগণ, দিতে বাধ্য প্রশাসন’ এই স্লোগানকে সামনে রেখে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আ ন ম নাজিম উদ্দিন।
খাগড়াছড়ির জেলা তথ্য কর্মকর্তা মিলন চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মিটন চাকমা, জ্যেষ্ঠ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।
আলোচনা সভায় বক্তারা তথ্যের অবাধপ্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করাসহ এ আইনের অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার বিধান করতে সরকারের প্রতি আহ্বান জানান।