ফেনীতে কেক কেটে এনটিভির বর্ষপূর্তি উদযাপন
উৎসবমুখর পরিবেশে ফেনীতে এনটিভির ১৭তম বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। বুধবার বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার বিভাগ পি কে এম এনামুল করিম, ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিনসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য দেন।
এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘এনটিভির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে আজ আমরা কেক কেটে জন্মদিন পালন করেছি। আমি মনে করি, এনটিভি অতীতে যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে, আগামীতেও সেটা অব্যাহত রাখবে। এবং আমরা এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’
এ সময় জেলার সংবাদ প্রচারের ওপর গুরুত্ব দেওয়ার জন্য এনটিভি কর্তৃপক্ষের কাছে দাবি জানান বক্তারা। পরে অতিথিসহ উপস্থিত সুধীজন কেক কেটে অনুষ্ঠানের ইতি টানেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়।