লক্ষ্মীপুরে টেলিভিশন-রেডিও সাংবাদিক ফোরাম গঠন
লক্ষ্মীপুর জেলা টেলিভিশন-রেডিও সাংবাদিক ফোরামের নয় সদস্যবিশিষ্ট বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে এবিসি রেডিও প্রতিনিধি এম জে আলমকে সভাপতি ও ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি আব্বাছ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।
আজ শুক্রবার দুপুরে জেলা শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি চ্যানেল আইয়ের মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ, সহসাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের সাইফুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ চ্যানেল নাইনের কাজল কায়েস। নির্বাহী সদস্য এনটিভির আবুল কালাম আজাদ, এটিএন বাংলার মো. কাউছার, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মো. জহির উদ্দিন ও সময় টিভির মাহবুবুল ইসলাম ভূঁইয়া।
জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় জেলায় কর্মরত টেলিভিশন ও রেডিওর নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিদের সংগঠনের সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়।