শিল্পমন্ত্রীর স্ত্রীর মৃত্যুবার্ষিকী রোববার
শিল্পমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর স্ত্রী ফিরোজা আমুর অষ্টম মৃত্যুবার্ষিকী ১ নভেম্বর রোববার।
এ উপলক্ষে মন্ত্রীর ঝালকাঠি শহরের বাস ভবনসহ জেলার ৩২ ইউনিয়নের মসজিদে মিলাদ মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ ছাড়া গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে ফিরোজা আমু যুব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে।