আ. লীগ নেতার মাথা ফাটালেন ছাত্রলীগকর্মীরা
খাগড়াছড়ির রামগড় উপজেলা পাতাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে (৪৫) পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে ছাত্রলীগকর্মীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রামগড় উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত ইকবাল হোসেন জানান, আজ বেলা ১১টায় পাতাছড়া বাজারে একটি দোকানে বসে থাকাবস্থায় কোনো কিছু বুঝে উঠার আগেই অতর্কিতভাবে ছাত্রলীগকর্মী হানিফ, আহসান উল্লাহ, নবী, নজরুল ও মোস্তফা লাঠিসোঁটা নিয়ে হামলা করে তাঁর মাথা ফাটিয়ে দেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামগড় হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁর মাথায় ৯টি সেলাই দেওয়া হয়েছে।
খবর পেয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খান লিটন হাসপাতালে ছুটে যান এবং মামলা দিলে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এ ব্যাপারে রামগড় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো. আলমগীর হোসেন জানান, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের হাতে মূল দলের নেতা হামলার শিকার হওয়ার ঘটনা দুঃখজনক। দায়ীদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।