মুরাদনগরে আ. লীগের ২ গ্রুপে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
কুমিল্লার মুরাদনগর বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ফারুক ও আশরাফ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৪৩ রাউন্ড গুলি ছোড়ে। সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা হলেন মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) ছিদ্দিকুর রহমান, মাহমুদুল হক, মেজবাহ উদ্দিন ও কনস্টেবল ছালাউদ্দিন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।