ট্রাকের ধাক্কায় শিল্পপতি তাজুল নিহত
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পপতি কাজী তাজুল ইসলাম ফারুক (৬০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ওয়ান-ইলেভেনের সময় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিন কোটি টাকা চাঁদাবাজির মামলা করে ওয়েস্টমন্ট পাওয়ার প্লান্ট বাংলাদেশ লিমিটেডের তৎকালীন চেয়ারম্যান কাজী তাজুল ইসলাম ফারুক আলোচিত হন।
urgentPhoto
নিহত ফারুকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও নূরপুর ইউপির চেয়ারম্যান আলহাজ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এনটিভিকে বলেন, আজ সকালে কাজী তাজুল ইসলাম ফারুক নিজের প্রাইভেট কার চালাচ্ছিলেন। বাড়ির অদূরে নছরতপুর এলাকায় মহাসড়কে বেপরোয়া গতিতে চলা সবজিবোঝাই একটি ট্রাক তাঁর প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়।
প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। কাজী তাজুল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার করেন। অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার পথে সকাল সাড়ে ৮টায় ভৈরব এলাকায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে। শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক করে।
২০০৭ সালের ৯ এপ্রিল রাজধানীর তেজগাঁও থানায় শেখ হাসিনার বিরুদ্ধে তিন কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন কাজী তাজুল ইসলাম ফারুক। মামলার এজাহারে বলা হয়, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে গণভবনে বসেই ওই চাঁদার টাকা গ্রহণ করেন।
পরে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলাটি প্রত্যাহার করে নেন কাজী তাজুল ইসলাম ফারুক।