ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার ভ্যানচালকের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার ভ্যানচালক মিনু মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মিনুর মৃত্যু হয় বলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান নিশ্চিত করেছেন।
মিনু মিয়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে।
কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, ওই গণপিটুনির ঘটনায় আগেই একটি মামলা রয়েছে। সেটি হত্যা মামলায় যুক্ত হবে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো যারা জড়িত আছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
মিনু মিয়ার মরদেহ টাঙ্গাইল নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
গত ২১ জুলাই দুপুরে কালিহাতীর সয়া গ্রামে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন মিনু মিয়া। প্রথমে আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
ওই ঘটনায় বাদী হয়ে মিনুর ভাই রাজীব হোসেন কালিহাতী থানায় মামলা করলে গত ২৩ জুলাই ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাইনুল হক, প্রভাত চন্দ্র, শিশির আহম্মেদ খান, আলামিন ইসলাম, মিজানুর রহমান ও ওমর মিয়া। তাঁদের বাড়ি কালিহাতীর বিভিন্ন এলাকায়।