ক্ষমতার দ্বন্দ্বে দেশ ধ্বংস হচ্ছে
ক্ষমতার দ্বন্দ্বে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি বলেছেন, ক্ষমতার মোহই সব সন্ত্রাসের জন্মদাতা। ক্ষমতার দ্বন্দ্বে দেশ ধ্বংস হচ্ছে। এখন ক্ষমতাসীনদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে দেশ ভয়াবহ অবস্থার দিকে এগোচ্ছে। আধিপত্য বিস্তার নিয়ে প্রতিনিয়ত সরকারি দলে খুনের ঘটনা ঘটছে। ক্ষমতার দ্বন্দ্বে অপরাজনীতির কারণে দেশে এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
আজ মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের নছির আহাম্মদ ভূঁইয়া মিলনায়তনে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।
ইসলামী আন্দোলনের আমির বলেন, ক্ষমতার মোহ পরিহার করে মানুষের কল্যাণ করাই প্রকৃত রাজনীতি। প্রতিহিংসার রাজনীতি দিয়ে দেশ ও জাতির কল্যাণ সম্ভব নয়। শাসকগোষ্ঠীকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশ ও মানবতার কল্যাণে কাজ করা উচিত।
সংগঠনের জেলা সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহীমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহাম্মাদ, উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্যাহ পীর সাহেব কমলনগরী, সহদপ্তর সম্পাদক মুফতি দেলোওয়ার হোসেন সাকী, আবদুল কুদ্দুছ, মুফতি মুহাম্মদ আছেম, অ্যাডভোকেট হারুনুর রশিদ, তৈয়ব সুলতানি, মুহাম্মদ শাহজাহান সিরাজ, মহিউদ্দিন, দেলাওয়ার হোসেন, আ হ ম নোমান সিরাজী ও ইউসুফ আল মাহমুদ।
সমাবেশে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরো বলেন, ইসলাম মানবতার মুক্তি নিশ্চিত করেছে। যারা ইসলামের নামে অনৈসলামিক রাজনীতি চর্চা করছে এবং তাগুতকে শক্তিশালী করার জন্য মরিয়া হয়ে উঠছে, তাদের দ্বারা ইসলাম ও ইসলামী তাহজিব সংরক্ষণ করা সম্ভব হবে না। ওলামায়ে কেরাম ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হলে ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ গোষ্ঠী পালানোর পথ খুঁজে পাবে না। এ দেশে ইসলামী শক্তিকে মাইনাস করে কেউ কিছু করতে পারবে না। ইসলামী রাজনীতির বিভিন্ন অপপ্রচার চলছে। ইসলামী পূর্ণাঙ্গ জীবনবিধান এ কথা যারা স্বীকার করে না, তারা মুসলমান থাকতে পারে না।