জেডিসি পরীক্ষা দিতে গিয়ে আহত ৫ মাদ্রাসাছাত্রী
লক্ষ্মীপুর সদর উপজেলায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে পাঁচ মাদ্রাসাছাত্রী। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের ভবানীগঞ্জ কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ছাত্রীরা হলো—ফাহিমা (১৪), শারমিন (১৫), রেশমা (১৪), শারমিন আক্তার (১৪) ও সুফিয়া (১৫)। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা মধ্যচর মনসা দারুস সালাম মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
ওই মাদ্রাসার সহকারী তত্ত্বাবধায়ক আবুল বাশার জানান, পরীক্ষার্থীরা সিএনজিচালিত অটোরিকশা করে পরীক্ষা দিতে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা কেন্দ্রে যাচ্ছিল। পথে ভবানীগঞ্জ কলেজ এলাকায় একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে পাঁচজন আহত হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
জানতে চাইলে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, আহত পাঁচজনের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন চারজনের মধ্যে একজন এখনো সংজ্ঞাহীন আছে।