মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন। তাঁদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার (২৮) এবং অটোভ্যানের চালক উপজেলার বাইমহাটি গ্রামের শরিফুল ইসলাম (৩০)।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। অন্যদিকে ব্যাটারিচালিত অটোভ্যানটি মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে দেওহাটা যাচ্ছিল। পথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক ও দুই যাত্রী নিহত হন। আহত হন দুজন। তাঁদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গতকাল শনিবার রাত ১২টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল ও দেলদুয়ারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাটাইলের গারো বাজার এলাকায় মালবাহী একটি ট্রাক ব্যাটারিচালিত অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক কামাল মিয়া নিহত হন। এ ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কালাম মিয়া উপজেলার চারিয়াবাইদ গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, দেলদুয়ার উপজেলার মহেড়া সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সোরহাব হোসেন নামের একজন নিহত হয়েছেন। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে লাকড়িভর্তি ট্রাক খাদে পড়ে যায়। এতে ট্রাকটির ওপর ঘুমিয়ে থাকা চালকের সহযোগী সোহরাব হোসেন নিহত হন। নিহত সোহরাব হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর গ্রামের সদর উদ্দিন মণ্ডলের ছেলে। লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।