পাচারকালে প্রায় ২ হাজার বস্তা সরকারি চাল জব্দ
হবিগঞ্জে পাচারকালে দরিদ্রদের মধ্যে বিতরণের প্রায় দুই হাজার বস্তা সরকারি চাল জব্দ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকার একটি গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গরুর বাজার এলাকার সুরমা অটোরাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলে অভিযান চালানো হয়। এ সময় মিলের গুদামে রাখা সরকারি এক হাজার ৫০ বস্তা, একটি ট্রাকে বোঝাই করা ৮৬০ বস্তা ও বিপুল পরিমাণ খোলা চাল জব্দ করা হয়। যা পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। খাদ্য অধিদপ্তরের সিল মারা প্রতিটি বস্তা ৩০ কেজি ওজনের। এগুলো দরিদ্রদের মধ্যে বিতরণের ভিজিডি এবং ভিজিএফের চাল বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর সঙ্গে যাঁরাই জড়িত তাঁদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।