চলতে চলতে উল্টে গেল বাস, প্রাণ গেল যাত্রীর
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে আজ মঙ্গলবার সকালে যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১৫ জন যাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাস ঘাটাইলের বানিয়াপাড়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়। এ সময় আহত হয় কমপক্ষে আরো ১৫ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় লোকজন ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, ঘাটাইলের মাকরাই এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুইজন।