ঠাকুরগাঁয়ে চাপাতির কোপে এনটিভির সাংবাদিকসহ দুজন আহত
ধারালো চাপাতির কোপে এনটিভির ঠাকুরগাঁও প্রতিনিধি লুৎফর রহমান মিঠু ও তাঁর বন্ধু সাদেকুল ইসলাম সাদিক আহত হয়েছেন। তাঁদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুর পৌনে ৩টার দিকে শহরের বাজারপাড়ায় নিজ বাড়িতে প্রবেশ করার সময় রাস্তার ওপরই মিঠুর ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় বখাটে আবু সাঈদ বাপ্পিকে আটক করেছে পুলিশ।
আহত ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি লুৎফর রহমান মিঠু জানান, বাড়িতে প্রবেশ করার সময় গেটের পাশেই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল বাপ্পি। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো চাপাতি দিয়ে মাথায় কোপায়। এ সময় তাঁর বন্ধু সাদিক বাধা দিলে তাঁকেও জখম করে। চিৎকার করলে আশপাশের লোকজন তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বখাটে বাপ্পিকে আটক করেছে।
এ ঘটনায় ঠাকুরগাঁওয়ে সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।