আসমা কিবরিয়া আর নেই
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী বিশিষ্ট চিত্রশিল্পী আসমা কিবরিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
মরহুমার ছেলে ড. রেজা কিবরিয়া জানান, আজ বাদ আসর ঢাকার গুলশান আজাদ মসজিদে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব বনানী কবরস্থানে বাবার কবরের পাশেই তাঁর মাকে দাফন করা হবে।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন আসমা কিবরিয়া। ৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
এদিকে, মায়ের আত্মার মাগফিরাত কামনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রেজা কিবরিয়া। শাহ কিবরিয়ার একমাত্র মেয়ে অধ্যাপক নাজলী কিবরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত। তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন। রেজা কিবরিয়া জানান, তাঁর বোনের অনুপস্থিতিতেই মায়ের দাফন সম্পন্ন করা হবে।
আসমা কিবরিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়া নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন তিনি।