খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা কমান্ডারের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খাগড়াছড়ি জেলা কমান্ডের বর্তমান কমান্ডার রইস উদ্দিন উদ্দিনের বিরুদ্ধে আত্মসাৎ ও দুর্নীতি অভিযোগ এনে তাঁর বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে জেলার মুক্তিযোদ্ধারা।
আজ সোমবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মো. মোস্তফা, কাবিল মিয়া, দীঘিনালা উপজেলা কমান্ডের কমান্ডার এনামুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড খাগড়াছড়ি ইউনিটের সভাপতি মো. আবদুল হান্নান লিটন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, কমান্ডার রইস উদ্দিন মুক্তিযোদ্ধাদের অর্থ আত্মসাৎ করে নিজের আখের গুছাচ্ছে। এ ছাড়া তিনি কমান্ডারের ক্ষমতা অপব্যবহার করে বিভিন্ন মুক্তিযোদ্ধাকে হয়রানি করছে এবং দুর্নীতির আশ্রয় নিয়ে জেলা কমান্ডকে কলুষিত করছে। অবিলম্বে তাঁকে জেলা কমান্ড থেকে বহিষ্কার করতে প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন বক্তারা।
মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেন।