ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
নাশকতার আশঙ্কায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রদল সভাপতি রাশেদ আলম লাবুসহ ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার গভীর রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আরো রয়েছেন রুহিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ওমর ফারুক, পীরগঞ্জ উপজেলা জামায়াতের রোকন হাফিজুল ইসলাম, হরিপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক রেজাউল করিম।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করা হয়। সূত্র আরো জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।